Thursday, April 3, 2025
Google search engine
Homeবাংলাদেশউন্নয়নবাড়ছে বাংলাদেশের ভূমি, সমুদ্রে দেখা মিলল নতুন ৫০টি দ্বীপের !

বাড়ছে বাংলাদেশের ভূমি, সমুদ্রে দেখা মিলল নতুন ৫০টি দ্বীপের !

ভূমি বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ সম্পদ, যা দেশের উন্নয়ন ও জনগণের জীবনমানের ওপর সরাসরি প্রভাব ফেলছে। তাই, বিপুল জনসংখ্যার চাহিদা মেটাতে ভূমির সদব্যবহার ও নতুন ভূমি সৃষ্টির উদ্যোগ অত্যন্ত জরুরি, বলে মত দিচ্ছেন ভূবিশ্লেষকরা। এদিকে, দিন দিন বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশের আয়তন, কারণ পদ্মা, মেঘনা এবং পদ্বীপ অঞ্চলে বিগত বছরগুলোতে প্রায় ৫০টিরও বেশি দ্বীপ জেগে উঠেছে। আর এগুলো মিলে হিসাব করলে গোটা শ্রীলঙ্কার চেয়ে বড় ভূখণ্ড পেতে যাচ্ছে বাংলাদেশ, যা এরই মধ্যে মানুষের বসবাস উপযোগী। ফলে, এই দিক থেকে বলা যায়, ইতোমধ্যেই বাংলাদেশের আয়তন বেড়ে গিয়েছে। বসুন্ধরা ডায়মন্ড এখন আরও উন্নত। এই হটের থ্রো টকশিট দ্রুত শোষণ করে সোনামনিকে দেয় কোমল অনুভূতি। স্বাধীনতা অর্জনের পর থেকেই, বিভিন্ন সময় নানাভাবে বাংলাদেশের আয়তন বেড়ে চলেছে। এর কারণ হলো, বাংলাদেশ উপকূল অঞ্চলে জেগে উঠেছে অনেক বেশি দ্বীপ। ১৯৭০ সালে বাংলাদেশের ভোলায় আঘাত হানে প্রলয়নকারী ঘূর্ণিঝড় সাইক্লোন ভোলা। সেই ৭০ এর সাইক্লোনে বঙ্গোপসাগরে জেগে ওঠে একটি দ্বীপ, নিমুর বা দক্ষিণ তালপট্টি দ্বীপ। আর এই দ্বীপ নিয়ে তখন শুরু হয় ভারত-বাংলাদেশের বিভাজন। ভূবিশ্লেষকদের মতে, দক্ষিণ তালপট্টির মাটির নিচে বিপুল পরিমাণ গ্যাস, কয়লা ও খনিজ সম্পদের ভাণ্ডার থাকার কারণে ভারত ও বাংলাদেশের আগ্রহের কারণ ছিল। পরে, দ্বীপ নিয়ে বিবাদের মীমাংসার জন্য ১৯৭৯ সালে দুই দেশের প্রধানমন্ত্রী পর্যায়ে ভারতে আলোচনা অনুষ্ঠিত হয়। পরে, ২০১৬ সালের জুলাই মাসে আন্তর্জাতিক আদালতের রায়ে তালপট্টি দ্বীপটি নিয়ে নেয় ভারত। কিন্তু, বৈশ্বিক উষ্ণায়নের ফলে দ্বীপটির অস্তিত্ব আর রইল না, হারিয়ে যায় গভীর সমুদ্রে। আর তাতে ভারতের কপাল পড়লেও, বাংলাদেশকে দু’হাত ভরে দিয়েছে সৃষ্টিকর্তা। একটি চর ভারত নিয়ে গেলেও, চর কুকরি মুকরি, চর ওসমান, চর কামাল, চর গাঙ্গুলিয়ার মতো শত শত নতুন চর জেগে উঠেছে। ভূমি মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, প্রতিবছর বাংলাদেশে ৩২ কিমি ভূমি নদী ভাঙন ও সমুদ্রে হারিয়ে যায়। অন্যদিকে, ব্রহ্মপুত্র, মেঘনা ও পদ্মা নদী দিয়ে ১০০ কোটি টন পলি বঙ্গোপসাগরে পড়েছে। আর এই পরিস্থিতিতে জেগে উঠেছে ৫২ বর্গ কিলোমিটার আয়তনের নতুন চর। ভাঙা গড়ার এই খেলায় প্রতিবছর প্রায় ২০ বর্গ কিলোমিটার আয়তন বাড়ছে বাংলাদেশের মূল ভূখণ্ডে। আর এভাবে বাড়তে থাকলে, একসময় দ্বীপ রাষ্ট্র শ্রীলঙ্কার চেয়েও বড় ভূখণ্ড পাবে বাংলাদেশ। তখন, অতিরিক্ত জনসংখ্যা অভিশাপ নয়, বরং আশীর্বাদ হবে। থাকবে না খাদ্যাভাব, কারণ জমি বাড়ছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments